২০২৩ সালে তামিমের প্রথম ফিফটি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০২৩, ১৭:৫৮

দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না টাইগার দলনেতা তামিম ইকবাল খান। অতপর দীর্ঘ ৯ ইনিংস পর ফিফটির দেখা পেলেন তিনি। চলতি বছর এটাই তার প্রথম অর্ধশতক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭২ রান।

এখন তামিম ৬৪ রানে ও মুশফিকুর রহিম ৩ রানে অপরাজিত আছেন।

চেমসফোর্ডে ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন অভিষিক্ত রনি তালুকদার। দ্বিতীয় উইকেটে নেমে ইতিবাচক ব্যাট করতে থাকা নাজমুল হোসেন শান্ত আউট হন ৩২ বলে ৩৫ রানে।

তৃতীয় উইকেট জুটিতে লিটন দাসকে সঙ্গে নিয়ে আইরিশ বোলারদের শাসন করে যান ওপেনার ও দলনেতা তামিম ইকবাল। এ সময় দুজন মিলে তোলেন ৭০ রান। ৩৫ রানে আউট হন লিটন। আর আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় আউট হন মাত্র ১৩ রানে।

তামিম খেলে যাচ্ছেন আপনতালেই। দীর্ঘ ৯ ম্যাচ পর ওয়ানডেতে ফিফটির দেখা পেয়েছেন তিনি। এখন তার সঙ্গ দিচ্ছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।ভ

(ঢাকাটাইমস/১৪মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :