বাঁশখালীতে পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে সংসদ সদস্য মোস্তাফিজ

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দেওয়া চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এবার পিস্তল হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে সমালোচনার সৃষ্টি করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকির প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা যায়।
এর আগে নির্বাচন কর্মকর্তাকে মারধর এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন>>স্বীকৃতি পেয়ে বেপরোয়া মৎস্যজীবী লীগ, একের পর এক সমালোচনার জন্ম
আরও পড়ুন>>বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির পঞ্চাশতম বছর আজ
সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বাঁশখালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মোস্তাফিজুর রহমান এমপি’ নামের একটি ফেসবুক আইডিতে ওই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, মিছিলে ব্যানারের সামনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মিছিল চলাকালে হাত ব্যাগ থেকে পিস্তল বের করতে দেখা যায় তাকে। ব্যাগটি বাঁশখালী উপজেলা ওলামা লীগের সভাপতি আকতার হোসাইনকে দিয়ে তিনি পিস্তল নিয়ে হাঁটতে থাকেন। এসময় কয়েকজন পুলিশ সদস্য মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন।
এ বিষয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘আমি ওই সময় সেখানে ছিলাম না।’
(ঢাকাটাইমস/২৩মে/এফএ)

মন্তব্য করুন