খেলাধুলা মানুষকে নেতৃত্ব মানতে শেখায়, মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টে পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৩, ০৮:৩২
অ- অ+

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি এ ধরণের আয়োজনের প্রশংসা করে বলেন, খেলাধুলা মানুষকে নেতৃত্ব মানতে শেখায়। সমাজ যেন তরুণদের মাধ্যমে উপকৃত হয়।

বৃহস্পতিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ ধরণের আয়োজনে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন,

আমাদের বেড়ে উঠা সমাজটা যেন কারো ক্ষতির কারণ না হয়। এমন খেলা যেন আমাদের অঞ্চলে আরও বেশি আয়োজন করা হয়।

তিনি বলেন। গ্রাম পর্যায়ে ফুটবল একটি জনপ্রিয় খেলা। শারীরিকভাবে সক্ষম হয়ে গড়ে উঠতে এটি সাহায্য করে।

বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুমের সভাপতিত্বে ও সাংবাদিক শহিদ নূর আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পুলিশ সুপার এহসান শাহ্, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্ জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন প্রমুখ।

আরও পড়ুন: গাজীপুরের নতুন মেয়র জায়েদা খাতুন

এর আগে এদিন বিকাল ৪টায় ইউনিয়নের খালপাড়ের মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ট্রাইব্রেকারের মাধ্যমে সিলেট ক্লাব লি. একাদশকে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক খালপাড় একতা স্পোর্টিং ক্লাব।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা