তেলাপোকার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু চবি ছাত্রীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তেলাপোকার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজ বাসায় বিষপান করেন ওই ছাত্রী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
জানা যায়, বিকেল ৪ টার দিকে তেলাপোকা নিধনের ওষুধ খান তিনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, আমি বিষয়টি শুনার পর ঘটনাস্থলে যাই। কিন্তু বাসা তালাবদ্ধ ছিল। তাই চমেক হাসপাতালে যাচ্ছি।
আরও পড়ুন: ঢাবিতে নজরুলের ১২৪তম জন্মবার্ষিকী ঘিরে বিভিন্ন কর্মসূচি
নিহত ছাত্রীর বাড়ি খাগড়াছড়ি জেলার মানিনছড়ি। বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনীর বিপরীত পাশে পরিবারের সঙ্গে বসবাস করতেন সেই ছাত্রী। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।
(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

মন্তব্য করুন