কাদিয়ানী ইস্যুতে সিলেটে জনসমুদ্র

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মে ২০২৩, ২৩:২৯ | প্রকাশিত : ২৭ মে ২০২৩, ২৩:২৬

নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’, ‘কাফির কাফির, কাদিয়ানীরা কাফির’ মুখে ইত্যাদি স্লোগান আর হাতে প্ল্যা-কার্ড নিয়ে সিলেটের রাজপথ কাঁপালেন আলেম ওলামারা। সবার গন্তব্য ছিল সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সেখানে চলছিল মহাসমাবেশ।

সিলেটে বিভাগীয় খতমে নবুওয়াত ও ওলামা পরিষদ বাংলাদেশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর ১২টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ডখন্ড মিছিল বের হতে থাকে। মিছিলে মিছিলে কাঁপতে থাকে সিলেটের রাজপথ। এক পর্যায়ে সমাবেশ স্থল ছাপিয়ে আলেম ওলামাদের ঢল ছড়িয়ে পড়ে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, কামরান চত্বর, সুরমা পয়েন্ট, তালতলা ভিআইপি রোড ও তালতলা পয়েন্ট পর্যন্ত। গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এসব এলাকার রাজপথে কোন রিকশা বা অটোরিকশা চোখে পড়েনি বিকেল ৫টা পর্যন্ত।

এর প্রভাব পড়ে নগরজুড়ে। আম্বরখানা চৌহাট্টা লামাবাজার রিকাবিবাজার মির্জাজাঙ্গালসহ গরুত্বপূর্ণ প্রায় সব পয়েন্টেই সারাদিন দীর্ঘ যানজটে পড়েছিলেন চালক যাত্রীরা।

এছাড়া মিছিলে মিছিলে সিলেট বিভাগের চার জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীও যোগ দেন এই সমাবেশে। মহাসমাবেশ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মহসিন আহমদ। পরবর্তী অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেছেন মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মাওলনা আলিমুদ্দিন দূর্লভপুরী।

মাওলানা রশিদ আহমদ, মাওলনা আহমদ সগীর ও মাওলনা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মাওলানা মুফতি রশীদুর রহমান ফারুক, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী।

সমাবেশে বক্তারা কাদিয়ানীদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে আইন করে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন। অন্যতায় এ ইস্যুতে দেশে অশান্তি সৃষ্টি হলে সরকারকেই দায়িত্ব নিতে হবে বলেও তারা হুমকি দিয়ে রেখেছেন।

(ঢাকাটাইমস/২৭মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :