বলিউডে খানরাই সেরা, বলেছিলেন সালমান

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৩, ০৯:২৪
অ- অ+

আশির দশকের শেষ দিক থেকে নব্বইয়ের দশকের শুরুতে একে একে বলিউডে পা রাখেন সালমান খান, আমির খান এবং শাহরুখ খান। অভিনয়ে তাদের প্রত্যেকেরই কেটে গেছে তিন দশকের বেশি। তিনজনের বয়সও বহু আগে ৫০ পেরিয়ে ৬০-এর কাছাকাছি।

এই তিন খানের সাম্রাজ্যে গত তিন দশকে অনেক উত্থান-পতন দেখেছে বলিউড। এসেছেন বহু নতুন অভিনেতা। রব উঠেছে এবার অস্তাচলে তিন খান।

কিন্তু সব সমালোচনা আর নেতিবাচক ভাবনাকে আরব সাগরের ঢেউয়ে ভাসিয়ে আজও শাহরুখ, সালমান ও আমির খান বহাল তবিয়তে রাজ করছেন বলিউডে। এখনও একটুও কমেনি তাদের ক্যারিশমা ও চাহিদা। বক্স অফিসে আজও ঝড় তোলে তাদেরই ছবি।

একটি ছবির প্রোমোশনে গিয়ে সালমান খানও জানিয়েছিলেন সে কথা। সঙ্গে তিনি যোগ করেন অক্ষয় কুমারের কথাও।

ভাইজান বলেন, ‘স্টারডম তো ফিকে হয়ে যাবেই। দীর্ঘ সময় স্টারডম ধরে রাখা খুবই চ্যালেঞ্জিং। আমার তো মনে হয় শাহরুখ, আমি, আমির এবং অক্ষয় ছাড়া এতদিন ধরে এভাবে স্টারডম কেউ ধরে রাখতে পারেননি।’

একটা সময় ছিল যখন তীব্র তিক্ততা তৈরি হয়েছিল তিন খানের মধ্যে। কিন্তু সেসব মিটে গিয়েছিল সালমান খানের বোন অর্পিতার বিয়ের আসরে। সেই থেকে মাঝে মাঝেই তিন খানকে একসঙ্গে দেখা যায়। একজন অপরজনের ছবিতে ক্যামিও-ও করেন।

কিছুদিন আগেও শাহরুখ খানের বাড়ি মান্নাতে জমিয়ে আড্ডা দেন তিন খান। গুঞ্জন রয়েছে, নিজেদের বর্তমান কাজ সম্পর্কে আলোচনা করতেই গোপন বৈঠকে বসেছিলেন তারা। একসঙ্গে কাজ করে নিজেদের আধিপত্য বজায় রাখতে চান তিন খান।

(ঢাকাটাইমস/২৮মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা
গাজায় ইসরায়েলের হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা