টেকনাফে মিয়ানমারের ১৯ নাগরিক, পাঁচ মানব পাচারকারীকে আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৩, ১১:৩৫
অ- অ+

কক্সবাজারের টেকনাফে মধ্যরাতে অভিযান চালিয়ে পাঁচজন মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় মিয়ানমারের ১৯ নাগরিককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে উপজেলার পৌরসভার নাইটংপাড়া ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

শনিবার এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম। তাদের মধ্যে ৬ জন নারী ৬ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন-মোহাম্মদের ছেলে দ্বীন ইসলাম (২৫) মো. আলী জোহারের ছেলে ইউনুছ (২৬), মৃত মো. সেলিম মো. জাহিদ (৩০) মো. হাশেমের ছেলে মো. জামাল (৩৮) আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)। তারা সবাই নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে মানব পাচারকারী দালাল ও মিয়ানমার নাগরিকদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

তিনি আরও জানান, গত কয়েক দিন আগে নৌকায় নাফ নদী পেরিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। পাচার কাজে সহায়তা করায় ৫ বাংলাদেশি দালালকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/২৮মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা