কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ মো. আতিকুর রহমান (৪২) নামে এক হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। রবিবার (২৮ মে) ভোরের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আতিকুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. শাকিল আহমেদ জানান, আতিকুর রহমান কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম সামাদ মোল্লা। এর বাইরে আমারা কিছু বলতে পারবো না। কারাগার থেকে তার সমস্ত কাগজপত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে যাবে।
(ঢাকাটাইমস/২৮মে/এএ/কেএম)

মন্তব্য করুন