পল্লী উন্নয়ন সচিবের এপিএস হলেন গোলাম রাব্বানী, টেলিযোগাযোগের সিনিয়র সহকারী সচিব পারভেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৭:৪৯| আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:১৮
অ- অ+

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগমের একান্ত সচিবের (এপিএস) দায়িত্ব পেয়েছেন মো. গোলাম রব্বানী। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মো. গোলাম রব্বানীকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিক পৃথক আরেক প্রজ্ঞাপনে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পারভেজুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাকে মাগুরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

ঢাকাটাইমস/২৯মে/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা