ভূমি আপিল বোর্ডের সদস্য হলেন ফয়সাল ইমাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৯:২৪| আপডেট : ২৯ মে ২০২৩, ১৯:২৬

ভূমি আপিল বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ ফয়সাল ইমাম। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে আছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আহমেদ ফয়সাল ইমামকে ভূমি আপীল বোর্ডের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/২৯মে/এসএস/কেএম)

মন্তব্য করুন