ফরিদপুরে নির্মাণাধীন ব্রিজের মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৬:০৮| আপডেট : ৩১ মে ২০২৩, ১৬:৫৬
অ- অ+

ফরিদপুরের সদরপুর উপজেলার একটি নির্মাণাধীন ব্রিজের কাজ করার সময় মাটি ধসে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার দুপুর ১টার দিকে সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মো. অন্তর (২০), কুজুকদিয়া এলাকার জুলহাস মীর (২৪) এবং বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মো. জাবের (২৮)।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সদরপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, জেলার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি ব্রিজের কাজ চলছিলো। এ সময় শ্রমিকরা ব্রিজের নিচের অংশের রড বাধায়ের কাজ করার সময় ব্রিজের পাশে থাকা মাটির স্তুপ থেকে মাটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আর এ ঘটনা আহত হয়েছেন চারজন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুস সালাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করি।

এলজিইডির অর্থায়নে (জম্মাদার ভায়া সদরপুর) সড়কের এই ব্রিজের নির্মাণ কাজ করছে মেসার্স আসিফ ইমতিয়াজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী মো. আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুবই মর্মাহত বলে তিনি জানান। এ কাজে কোনো ত্রুটি কিংবা কোনো অবহেলার বিষয় থেকে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে ব্রিজে কর্মরত শ্রমিক সরদার জানান, আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি। মাটির পাশে গাইড দেওয়ার কথা বলা হলেও তারা করেনি। তারা উল্টো আমাদেরকে হুমকি দিয়ে কাজ করিয়ে নিচ্ছিলো বলে তিনি জানান।

সদরপুরের এলজিইডির প্রকৌশলী আজিমউদ্দিন জানান, এই ব্রিজের নির্মাণ কাজ করছে মেসার্স আসিফ ইমতিয়াজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

তিনি বলেন, ২৫ মিটার এই ব্রিজের দরপত্র মূল্য নির্ধারণ ছিলো ছিল চার কোটি ১৬ লাখ টাকা।

আমারা নিয়মিত কাজের তদারকি করেছি। তার পরে বিষয়টি আরো খুচিয়ে দেখা হবে কেন বা কি কারণে এমন ঘটনা হলো।

(ঢাকাটাইমস/৩১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা