সাতক্ষীরায় ভগ্নিপতির দেওয়া আগুনে ঝলসে যাওয়া শ্যালকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় ভগ্নিপতির দেওয়া আগুনে ঝলসে যাওয়া আব্দুল কাদের (৩০) তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল কাদেরের স্ত্রী শারমিন (২৫) ও কন্যা ফাতেমা খাতুন (০৪)।
গত ২৭ মে শনিবার দিবাগত রাতে ভগ্নিপতি সবুজ হোসেন শ্যালক আব্দুল কাদেরে ঘরে পেট্রোল ঢেলে দিয়ে দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আব্দুল কাদের, তার স্ত্রী শারমিন ও শিশু কন্যা ঝলসে যায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করে।
অভিযুক্ত ভগ্নিপতি সবুজ হোসেন (৩২) যশোর জেলার নারায়নপুর পোড়াবাড়ী গ্রামের আব্দুল বারীর ছেলে।
পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের মারা যান।
স্থানীয়রা জানান, কাদের গাজীর বোন সুফিয়া খাতুনের (২৬) সাথে ভগ্নিপতি সবুজ হোসেন (৩২) এর বিরোধ চলে আসছিল। এর কারণ হিসেবে শ্যালক কাদের উপর ক্ষিপ্ত হয় সবুজ। এর জেরে শনিবার রাতে সবুজ চন্দনপুর (কাতপুর) গ্রামের হান্নান বিহারীর ছেলে সোহাগ হোসেনের বাড়িতে অবস্থান করে। ওই রাতে সোহাগের সহযোগিতায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা আব্দুল কাদেরের ঘরে মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। ২৮ মে আব্দুল কাদেরে বোন সুফিয়া খাতুন বাদী হয়ে দুজনকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ২নং আসামি সোহাগ হোসেনকে ওই দিনই আটক করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে দগ্ধ আব্দুল কাদের আজ সকালে মারা গেছেন। আমরা ইতোমধ্যে মামলার একজন আসামিকে আটক করেছি। অন্য আসামিকে আটকের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/০১জুন/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে গৃহবধূর মাদরাসায় অবস্থান

কেশবপুরে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে গাঁজা ও মদসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন ভাতার দাবিতে কর্মবিরতি

‘একতরফা নির্বাচন করলে শুধু বাংলাদেশ নয়, বিদেশেও আশ্রয় পাবেন না’

যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নতুন প্রজন্মকে ইনোভেটিব ও স্মার্ট হতে হবে: জুনাইদ আহমেদ পলক

দেবিদ্বারে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ

সাতক্ষীরায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
