ড. ইউনূসের প্যানেল আইনজীবীকে ফোনে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১৩:২৭| আপডেট : ০৭ জুন ২০২৩, ১৩:২৯
অ- অ+

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার খাজা তানভীর আহমেদকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন খাজা তানভীর।

সাধারণ ডায়েরি থেকে জানা গেছে, একটি অপরিচিত নম্বর থেকে রাত ৮টা ৩০ মিনিটে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদের ব্যক্তিগত নম্বরে একটি মিসড কল আসে। পরে তিনি কল ব্যাক করলে অপর প্রান্তের যুবক তার সঙ্গে দেখা করবেন বলে চেম্বারের ঠিকানা চান। পরিচয় জানতে চাইলে বলেন, ব্যারিস্টার রুবেল বলছেন?’

আরও পড়ুন>>ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলার বিচার শুরু

ব্যারিস্টার খাজা তানভীর আহমেদের ডাক নাম ব্যারিস্টার রুবেল- এ বিষয়টি উল্লেখ করে জিডিতে তিনি আরও বলেন, ‘সে পারিবারিক মামলার বিষয়ে কথা বলবে জানিয়ে এরপর বলে, শুয়োরের বাচ্চা তোকে মেরে ফেলব, তুই বেশি বাড়াবাড়ি করছিস, কুত্তার বাচ্চা...।’

ব্যারিস্টার খাজা তানভীর বলেন, ‘মেরে ফেলার হুমকি দিয়ে আমার মাকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি কল রেকর্ডিং এর জন্য যখন আমার মোবাইলে বাটন প্রেস করি তখনই সে লাইন কেটে দেয়। ঘটনার আকস্মিকতায় আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাই এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি।’

পরে অনেকবার তাকে ফোন করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে জিডিতে উল্লেখ করেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

(ঢাকাটাইমস/৭জুন/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা