ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলার বিচার শুরু

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা মামলার অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার শুনানি নিয়ে বিচারক এই আদেশ দেন। এর মধ্য দিয়ে শ্রম আইনের মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস এদিন আদালতে হাজির ছিলেন।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন।
আরও পড়ুন>>আদালতকে পুলিশ কর্মকর্তার ফোন, ক্ষুব্ধ হাইকোর্ট
আরও পড়ুন>> বঙ্গবন্ধু মেডিকেলের পরিবেশ নিয়ে হাইকোর্টের উষ্মা
ইউনূস ছাড়াও এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় আসামি করা হয় মামালায়।
মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস।
একই বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল দিয়েছিলেন। এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
ওই আবেদনের শুনানি নিয়ে মামলা বাতিলে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এ সময় পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। সেই রুলের শুনানি শেষে গত বছরের ১৭ আগস্ট বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন। এরপর মামলা বাতিলে আপিল বিভাগে যান ড. মুহাম্মদ ইউনূস।
গত ৮ মে জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তার লিভ টু আপিল খারিজ করে দেন।
(ঢাকাটাইমস/০৬জুন/এফএ)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পররাষ্ট্রের জাকির

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শপথ নেবেন আজ

সাজার বিরুদ্ধে আপিল করেছেন আদিলুর-নাসির

আজ অবসরে যাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, মনোনীত ১০৪

নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নেবেন মঙ্গলবার

দুই এডিসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিত
