বঙ্গবন্ধু মেডিকেলের পরিবেশ নিয়ে হাইকোর্টের উষ্মা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিবেশ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘এই হাসপাতালের নামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যুক্ত করে বঙ্গবন্ধু নামেরই বেইজ্জতি করা হয়েছে।
বিএনপি নেতা আজিজুল বারী হেলালের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা রিটের শুনানিতে সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।
শুনানিতে হাইকোর্ট আরও বলেন, বিএসএমএমইউ হাসপাতালে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই। বিএনপি, আওয়ামী লীগ কোনো সরকারই দেশে একটি ভালো মানের হাসপাতাল তৈরি করতে পারেনি।
আদালতে আজিজুল বারী হেলালের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। শুনানিতে তিনি বলেন, ‘হেলালের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক মামলা রয়েছে। এ কারণে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। আজিজুল বারী হেলালের লিভারে প্রবলেম হয়েছে। তার বিদেশে চিকিৎসা প্রয়োজন।’
এ সময় হাইকোর্ট নিতাই রায় চৌধুরীকে উদ্দেশে বলেন, ‘আপনি তো জাতীয় রাজনীতি করেন, আবার বারের রাজনীতিও করেন। আপনারা অনেক দিন শাসন করেছেন। কিন্তু একটি ভালো মানের হাসপাতাল তৈরি করতে পারেননি। আপনারাও (বিএনপি) পারেননি, বর্তমান যারা শাসন করছে তারাও পারেনি। সব জায়গায় দুর্নীতিবাজে ভরে রেখেছেন।’
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কে এম কামরুল কাদের বলেন, ‘কিছু দিন আগে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই।’ পরে আদালত আজিজুল বারী হেলালের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিটের আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।
(ঢাকাটাইমস/০৫জুন/ইএস)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

হিন্দু আইনে নারীর সমান অধিকার দাবি

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পররাষ্ট্রের জাকির

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শপথ নেবেন আজ

সাজার বিরুদ্ধে আপিল করেছেন আদিলুর-নাসির

আজ অবসরে যাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, মনোনীত ১০৪

নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নেবেন মঙ্গলবার

দুই এডিসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
