দুঃসময়ে পরীমনিকে সাহস দিলেন অপু বিশ্বাস, সঙ্গে পরামর্শ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৫:০৯| আপডেট : ০৮ জুন ২০২৩, ১৫:৪২
অ- অ+

খাদের কিনারায় আলোচিত চিত্রনায়িকা পরীমনির সংসার। হালকা বাতাসেও যেকোনো সময় দুমড়ে মুচড়ে যেতে পারে তার এবং চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজের দাম্পত্য জীবন। এমন দুঃসময়ে পরীমনির পাশে দাঁড়িয়ে তাকে সাহস জোগালেন আরেক আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। দিলেন পরামর্শও।

জীবনের এই নাজুক পরিস্থিতিতে পরীমনিকে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন চিত্রনায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। বললেন, ‘পরীমনি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

অভিনেত্রী বলেন, ‘পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

অপু বিশ্বাস মনে করেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোক দেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্য জীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, সম্প্রতি এমনটাই জানান পরীমনি।

গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে চলে এসেছে রাজ ও পরীমনির দাম্পত্য কলহ। দিন পনেরো আগেই পরীমনির বাসা ছেড়ে রাজ তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন। বর্তমানে তারা বিচ্ছেদের অপেক্ষায় আছেন।

(ঢাকাটাইমস/৮মে/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা