বেনাপোলে বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১২:২০
অ- অ+

যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাজাপ্রাপ্ত মোকলেছুর রহমান, সেলিম হোসেন, সজল শেখ এবং পরোয়ানাভূক্ত আসমা আক্তার, ইমরান হোসেন, সাগর শেখ, মুক্তার মোড়ল, শাহিন হোসেন, আবুল খায়ের, ওলিয়ার রহমান, খলিলুর রহমান, আলমগীর হোসেন, মহসিন মিয়ে, মুনছুর আলী, ছবির হোসেন, মো. মুনছুর, আশানুর, আব্দুর রহিম ও মোকাররম হোসেন।

তারা বেনাপোল পোর্ট থানার বালুন্ডা, ভবেরবেড়, মহিষাডাঙ্গা, সাদিপুর, শাখারীপোতো, ধান্যখোলা, বড় আচঁড়া, রঘুনাথপুর ও রাজাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদক, অস্ত্র ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বিসিসি নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় থাকবেন ৩০ নির্বাহী ও ১০ বিচারিক হাকিম

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ১৯ আসামিকে পুলিশ প্রটেকশনে যশোরে আদালতে সোপার্দ করার জন্য পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা