বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কোনো সংলাপের কথা বলেনি। বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না।'
শুক্রবার রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাভিত্তিক সংগঠন বোয়ালখালী সমিতি, ঢাকা'র বার্ষিক মেজবান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সঙ্গে সংলাপ করে কোনো ফায়দা নেই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম সাহেব বরং এ সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চান।' আমির হোসেন আমু সংলাপ নিয়ে যেটি বলেছিলেন, পরের দিনই তিনি সেটির ব্যাখ্যা দিয়েছেন। প্রথমে তিনি যা বলেছিলেন সেটি তার নিজের অভিমত ছিলো, আমাদের দল আওয়ামী লীগ, সরকার বা ১৪ দল কারো অভিমত ছিলো না।
রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ ব্রিটিশবিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে বোয়ালখালীবাসীর ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের অনেক সহযোদ্ধার বাড়ি এবং আস্তানা ছিল বোয়ালখালীতে। শহরের নিকটতম হওয়ায় বোয়ালখালীর মানুষ আগে থেকেই অন্য উপজেলার চেয়ে বেশি শিক্ষিত ও সংস্কৃতিমনা ছিল। এই আধুনিক ও 'মোবাইল সংস্কৃতি'র যুগেও তাদের বলী খেলা এখনও প্রসিদ্ধ। চট্টগ্রামের মেজবান সংস্কৃতিও গত এক দশকে সারাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরে দেশের উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, '১৪ বছর পরে বিদেশ থেকে ফিরে আজ বোয়ালখালীর মানুষ নিজের এলাকা চিনতে পারে না। আগে দিনমজুর, রিকশাচালকদের দিনে সাড়ে তিন কেজি চালের সমান মজুরির জন্য আন্দোলন হতো, এখন ৫০ টাকা কেজি চালও দিনে ১০ কেজি কেনার মতো আয় তাদের। আগে বিদেশিদের পুরনো কাপড় ধুয়ে, আয়রন করে বাজারে বিক্রি হতো, এখন আমাদের রপ্তানি করা কাপড় বিদেশিরা পরে। গ্রাম-শহরের পার্থক্য ঘুচে গেছে। গ্রামের ছেলেরাও এখন থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে।'
এসময় বোয়ালখালী সমিতি, ঢাকা'র সভাপতি মো: লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আনসারী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুস সোবহান সিদ্দিকী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ঢাকাটাইমস/৯জুন/জেএ
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়ার সুচিকিৎসা ও এক দফা দাবিতে আজ বিএনপির মহিলা সমাবেশ

বিএনপির খাল কেটে কুমির আনার চেষ্টা সফল হবে না: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন আ.লীগ নেতা খসরু চৌধুরী

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত

দেশরক্ষা ও ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: তথ্যমন্ত্রী

ঈদে মিলাদুন্নবি ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগের দোয়া মাহফিল

গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের ওপর কঠিন এবং নিবিড় পর্যবেক্ষণ করছে: আমীর খসরু

আ.লীগ বিরোধীদলে থাকলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না: সালাম

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বারবার জানালেও সরকার শুনছে না: গয়েশ্বর
