মেসিকে মিয়ামির জার্সিতে দেখার অপেক্ষায় ভক্তরা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১৯:৪৬
অ- অ+

জুলাইয়ের শেষভাগের আগে ইন্টার মিয়ামিতে অভিষিক্ত হচ্ছেন না আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এমনকি ক্লাবের হয়ে ওই তারকার আনুষ্ঠানিক উপস্থাপনের জন্যও দীর্ঘসময় অপেক্ষা করতে হবে মিয়ামি সমর্থকদের।

প্যারিস সেন্ট জার্মেই’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর নিজের পরবর্তী গন্তব্যের খবর গত বুধবার ঘোষণা করেন আর্জেন্টাইন সুপার স্টার। ‘ আমি ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি’ - বিশ্বকাপজয়ী ৩৫ বছর বয়সী তারকার মুখ থেকে এমন মন্তব্য শুনার পর রোমঞ্চ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের মেসি সমর্থকদের মধ্যে।

কিন্তু ‘এখনো চুক্তির শতভাগ সম্পন্ন হয়নি। হয়তোবা কিছুদিন সময় লাগবে’- এবং আর্জেন্টাইন জাতীয় দলের প্রতি বিদ্যমান প্রতিশ্রুতিসহ মেসির এমন বক্তব্যের কারণে মার্কিন ভক্তদের আরো কিছুটা ধৈর্য্য ধরতে হবে।

তবে মেসির যেসব ম্যাচে খেলার সম্ভাবনা আছে, সে ম্যাচগুলোর টিকিটের মূল্য ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। এছাড়া ওই খেলোয়াড়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী যেসব সমর্থক রয়েছে তারাও এখন মিয়ামির সামাজিক একাউন্টে ভিড় জমাচ্ছে। এমন পরিস্থিতিতে চুক্তির জন্য প্রচুর কাজ বাকি আছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন মেসির দলবদলে মধ্যস্থতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একটি সূত্র।

লিগের পক্ষ থেকে বলা হয়,‘ এই গ্রীষ্মে মেজর লিগ সকার ও ইন্টার মিয়ামিতে যোগ দিবেন বলে মেসি যে মন্তব্য করেছেন তাতে আমরা সন্তুষ্ট। যদিও একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের জন্য অনেক কাজ বাকী আছে। আমারা ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তারকাদের একজনকে আমাদের লিগে অভ্যর্থনা জানানোর জন্য উন্মুখ হয়ে আছি। ’

(ঢাকাটাইমস/০৯জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা