ফেনী আল মদিনা হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৩, ১০:২৪
অ- অ+

ফেনী শহরের দাউদপুর এলাকায় অনুমোদনহীন আল মদিনা হাসপাতাল এন্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় মো. ওসমান গনি নামের ৫ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নিহত শিশু ওসমান গনি সদর উপজেলার মধ্যম ফরহাদনগরের আলাউদ্দিন হুজুর বাড়ির সাইফুল ইসলাম ও আসমা আক্তারের ছেলে।

শনিবার এ ঘটনার পর ডাক্তারসহ হাসপাতালটি অবরুদ্ধ করে রাখেন শিশুটির স্বজনরা। খবর পেয়ে এদিন সন্ধ্যা ৭টায় পুলিশের একটি দল ঘটনাস্থল যায়।

নিহত শিশুর বাবা সাইফুল ইসলাম বলেন, শনিবার দুপুর ১২টার দিকে আমার ছেলের হার্নিয়া ও অন্ডকোষের অপারেশন করানোর জন্য ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. আদনান আহমেদের পরামর্শে আল মদিনা হাসপাতালে ভর্তি করাই।

আমার ছেলের অপারেশন থিয়েটারে নেওয়ার ১০ মিনিট পর নার্সদের ঘন ঘন উঠানামার কারণে আমার সন্দেহ হয়। মূলত অপারেশন করার জন্য এ্যানেস্থিসিয়া ইনজেকশন দেওয়ার পর আমার ছেলে আর চোখ খুলেনি।

শিশুটির স্বজনরা জানায়, সন্ধ্যা ৬টায় অপারেশন করার কথা থাকলে ও অপারেশন থিয়েটারে তাকে নিয়ে যাওয়া হয় বেলা তিনটায়। বিকালে ৪টার দিকে শিশুটির মৃত্যু হয়। এদিকে উদ্বোধনের আগেই হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

স্থানীয়রা জানান, হাসপাতালটি ১০ বেডের জন্য আবেদন করলেও এখানে ১৯ শয্যার হাসপাতাল হিসেবে চালু করে দিয়েছেন মালিক পক্ষ।

হাসপাতালটির চেয়ারম্যান মো. শরিফুর ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাসপাতালের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে তবে এখনও অনুমোদন মেলেনি। হাসপাতাল চালু করতে কী কী সনদ লাগে সে বিষয়েও তার কোন ধারণা নেই।

শিশুটিকে এ্যানেস্থিসিয়া করা চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, শিশুটি হার্ট ফেইল করে মৃত্যুবরণ করতে পারে।

শিশুটিকে অপারেশন করা চিকিৎসক সার্জন ডা. আদনান আহমেদ বলেন, অপারেশনের জন্য শিশুটির মৃত্যু হয়নি। অনেক সময় এ সকল রোগী হার্ট ফেইল করতে পারে। তদন্তে বের হয়ে আসবে প্রকৃত কারণ।

রোগীর স্বজনরা জানান, এ্যানেস্থিসিয়া দেওয়ার ৬ ঘণ্টা আগে মূলত রোগীকে খালি পেটে রাখতে হয়। এখানে শিশুটির বিষয়ে তড়িঘড়ি করে ৬ ঘণ্টা পূর্বে অপারেশন করার কারণে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফেনী সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (আর আর এফ) জানান, এ ধরনের হাসপাতাল সম্পর্কে তাদের জানা ছিলো না। যেহেতু একটি ঘটনা ঘটে গেছে রবিবার একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে। প্রয়োজনে হাসপাতালটি সিলগালা করাসহ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১১জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা