সৌদি আরব পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ জুন ২০২৩, ০৯:১৩ | প্রকাশিত : ১৩ জুন ২০২৩, ০৯:০৮

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সোমবার রাত ১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন, যাদের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬৭ হাজার ৫৫৪ জন আরও সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নয় হাজার ৩৫০ জন।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন একলাখ ১২ হাজার ১৪৮ জন।

এদিকে গতকাল রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হজযাত্রীদের মিনা ও আরাফায় নিরবচ্ছিন্ন সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে অন্যান্যের মধ্যে কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া গতকাল বিকাল ৫টায় হজ আইটি টিমের সদস্যরা দক্ষিণ এশিয়া মোয়াল্লেম সংস্থা (মোয়াচ্ছাছা)-এর সঙ্গে একটি জরুরি সভায় মিলিত হন। সভায় বাংলাদেশি হজযাত্রীদের জন্য মিনা ও আরাফাতের মানচিত্র প্রস্তুতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এবার সরকারি হজযাত্রীর কোটা ১০ হাজার ৩৬০ জন। নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ৭৪ জন।

বেসরকারি হজযাত্রীর কোটা ২৫০৬ জন গাইডসহ ১ লাখ ১২ হাজার ১৯৮ জন। নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪১৭ জন।

উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৩জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

নবম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবি সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের

উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী: প্রধানমন্ত্রী

আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে গবেষণা দরকার

সংস্কৃতিতে আরও বেশি সময়, শ্রম, মেধা বিনিয়োগ করতে হবে: তথ্যপ্রতিমন্ত্রী

অনেক দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী

সোলার সেচ পাম্পে ৪০ শতাংশ ভর্তুকি দেওয়ার পরিকল্পনা

কে এই ডেভিড স্লেটন মিল

ডোনাল্ড লু’র ঢাকা সফরের যে কারণ জানাল যুক্তরাষ্ট্র

সরকারি হাসপাতালে অনুমোদনহীন ক্যান্টিন ও মেয়াদোত্তীর্ণ ফার্মেসি বন্ধের নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :