কবিতা
প্রেম
এম এম মাহবুব হাসান
প্রকাশিত : ১৭ জুন ২০২৩, ১২:১৬| আপডেট : ১৭ জুন ২০২৩, ১২:৩৭

প্রেম যেন আকাশের মতো বিশাল
বহুদূরে প্রবাহিত অতল এক জলধি,
অবিচ্ছিন্ন, অক্ষত, নিঃশব্দে অগোচরে
মোহনীয়, অভিনব, পূর্ণিমার চাঁদের ভাতি।
প্রেম সন্ধানে ফিরে দেখো সঙ্গোপনে
সে যেনো নীলরঙে মিশে আছে মায়াজালে,
সময়ের মেলায়, অস্থায়ী বাজারে, স্থায়ী দোকানী
সত্যি-মিথ্যে, ব্যবসা-বাণিজ্যে, আশা দেয় ছায়াডালে!
প্রেমের দীপ্ত আলো যেন নিরন্তর নির্জনে
জ্বলে হৃদয়ে প্রেমের অলীক, অথৈ ভাবনায়,
মনের গহীনে, দুঃখের বাড়ি, শুকনো সুখের ভাজে
তবুও প্রেম সব নিয়ে সব দিয়ে যায় এই পুষ্পিত দেবালয়।

মন্তব্য করুন