জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৩, ১০:৪৮| আপডেট : ২০ জুন ২০২৩, ১২:১৪
অ- অ+

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে জয়পুরহাটের শকুনা চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত মোটরসাইকেল চালকের নাম আমিরুল (৩২)। তার বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই মোটরসাইকেল চালক ফেনসিডিল নিয়ে বিরামপুর থেকে পাঁচবিবি হয়ে পুরোনাপৈল বাইপাস হয়ে বগুড়া বা অজ্ঞাত স্থানে যাওয়ার পথে শকুনা চারমাথা এলাকায় অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ডিম ছেড়েছে মাছ, হালদা পাড়ে খুশির জোয়ার

তিনি বলেন, ওই মোটরসাইকেল চালকের পিঠে একটি কালো ব্যাগে ৩৭ বোতল ফেনসিডিল ছিল। এ ঘটনা নিহতের পরিবারকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মাদক কারবারি।

(ঢাকাটাইমস/২০জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা