ডিম ছেড়েছে মাছ, হালদা পাড়ে খুশির জোয়ার

দীর্ঘ প্রতীক্ষার পর রুই জাতীয় মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে জোয়ারের সময় ডিম ছাড়ে বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া ও হালদা রক্ষা কমিটির সদস্য মো. মহি উদ্দিন চৌধুরী।
অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, রবিবার দিবাগত রাতে দিনের দ্বিতীয় জোয়ারে হালদায় ডিম ছেড়েছে রুই জাতীয় মাছ। স্থানীয় ডিম সংগ্রহকারীরা হালদা নদীর নাপিতের ঘাট, আমতুয়া এবং আজিমের ঘাট এলাকা থেকে ডিম সংগ্রহ করছেন।
প্রসঙ্গত, প্রতি বছর এপ্রিল থেকে জুন (বাংলা মাস চৈত্র থেকে আষাঢ়) কর্ণফুলী ও সাঙ্গুর মতো বিভিন্ন নদী থেকে দেশীয় কার্প জাতীয় মাছ, যেমন, রুই, কাতলা, মৃগেল ও কালি বাউশ হালদায় এসে ডিম ছাড়ে। ডিম ছাড়ার জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত হতে হয়। তাপমাত্রা, পানি, প্রবল স্রোত ও বজ্রবৃষ্টি ইত্যাদি মা মাছের ডিম ছাড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করে।
আরও পড়ুন: সফটওয়্যার জটিলতায় বন্ধ নাকুগাঁও সীমান্ত দিয়ে যাত্রী পারাপার
চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এপ্রিল থেকে মধ্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। শনিবার মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলায় প্রচুর বৃষ্টিপাত হয়। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালদা পাড়ের ডিম সংগ্রহকারীদের মুখে হাসি ফোটেছে।
(ঢাকাটাইমস/২০জুন/এসএম)

মন্তব্য করুন