কুড়িগ্রামে ঈদ কেনাকাটা হলো না বাবা-ছেলের

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৩, ১২:২৭
অ- অ+

নয় বছরের শিশু সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়ে ছিলেন বাবা। কিন্তু একটি ট্রলির চাপায় সেই কেনাকাটা হলো না বাবা-ছেলের।

রবিবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চাঁদের বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা একরামুল হক (৩০) ও তার ছেলে মাসুদ রানা (৯)।

স্থানীয় সূত্র জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হন একরামুল হক ও তার ছোট ছেলে মাসুদ রানা। বাই সাইকেলে করে ঈদের কেনাকাটা করতে ফুলবাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় উপজেলার চাঁদের বাজার নামক স্থানে সাইকেলের পেছনে ইট বোঝাই একটি ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়। আর মুমূর্ষু অবস্থায় একরামুলকে ফুলবাড়ি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফুলবারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলির চালক মিলন বাবুকে আটক করে থানায় নিয়ে যায়।

চালক মিলন বাবু, পাশ্ববর্তী নাগেশ্বরী উপজলার এগারো মাথা এলাকার মোকছেদুল হকের ছেলে।

কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বাবা-ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। তবে শুনতে পেরেছি নিহত শিশুর বাবাও নাকি মারা গেছেন। এই ঘটনায় ট্রলি চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা