কু‌ড়িগ্রামের উলিপুরে পানি‌তে ডু‌বে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৩, ২০:৫৪
অ- অ+

কু‌ড়িগ্রা‌মে উলিপুরে পা‌নি‌তে ডু‌বে বেলাল মিয়া (৭) ও রোকাইয়া খাতুন (৮) না‌মের দুই শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। তারা আপন মামা‌তো-ফুফা‌তো ভাইবোন।

বৃহস্প‌তিবার (২৯ জুন) বি‌কাল ৫টার দি‌কে উলিপুর উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের কাশা‌রিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘ‌টে। বেলাল ওই এলাকার ম‌শিউর রহমা‌নের ছে‌লে এবং রোকাইয়া রংপুর তারাগঞ্জ এলাকার র‌বিউল ইসলা‌মের মে‌য়ে।

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, গত দু'দিন আগে মামা ম‌শিউর রহমা‌নের বা‌ড়ি‌তে ঈদের দাওয়াত খে‌তে যায় শিশু রোকাইয়া। বৃহস্প‌তিবার বিকালে মামা‌তো ভাই বেলালসহ খেল‌ছিল তারা। এসময় সবার অজা‌ন্তে বা‌ড়ির পা‌শে বামনি নদীতে (ছোট নদী‌) গোসল ক‌রতে না‌মে। দীর্ঘ সময় তা‌দের দেখ‌তে না পে‌য়ে স্বজনরা খোঁজাখুঁ‌জি শুরু করে। প‌রে ওই নদী‌তে তা‌দের লাশ ভাস‌তে দেখে মৃত‌দেহ উদ্ধার করা হয়। ন‌দীর ঘা‌টে শিশু দু‌টির পর‌নের কাপড় প‌ড়ে ছিল ব‌লেও জানান স্থানীয়রা।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে উলিপুর থানার ও‌সি (তদন্ত) রুহুল আমিন ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/২৯জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা