অস্বাভাবিক দাম হাঁকিয়ে পানির দামে বিক্রি হলো ‘সিংহরাজ’

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৩, ১০:২৭| আপডেট : ৩০ জুন ২০২৩, ১৫:২৮
অ- অ+

রাজবাড়ীর ৩০ মণ ওজনের গরু ‘সিংহরাজ’ এর দাম হাঁকানো হয়েছিল ২৫ লাখ টাকা। বিশাল দেহের কালো এই ষাড়টির প্রত্যাশিত দাম না পাওয়ায় ঈদের আগের দিন সকালে রাজধানীর আফতাবনগর হাটে উঠিয়েছিলেন মালিক সুচিন্ত্য কুমার সেন। তবে সেখানেও প্রত্যাশিত দাম না পেয়ে পরে মাত্র ৬ লাখ টাকায় বিক্রি করে দেন গরুটি।

অথচ গতবার এই গরুটির দাম উঠেছিল ৮ লাখ টাকা। তখন সিংহরাজকে বিক্রি কয়া হয়নি। এবছর আশা ছিল অন্তত ১৫ লাখ টাকা দাম পাওয়া যাবে। কিন্তু তা আর হয়নি, উল্টো আগের বছরের চেয়ে কম দামে বিক্রি করতে হয়েছে গরুটি।

জানা গেছে, এই গরুটি চার বছর আগে ৭৫ হাজার টাকায় কিনেছিলেন বিকেতা সুচিন্ত্য। প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা সিংহরাজের উচ্চতা ছিল ৬ ফুট ও লম্বায় ১০ ফুট।

এদিকে প্রত্যাশিত দাম না পেয়ে বিক্রেতা সুচিন্ত্য বলেন, সিংহরাজের দাম ২৫ লাখ টাকা চেয়েছিলাম, অন্তত ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারব বলে আশা ছিল। মানুষ অনেক কম দাম বলে। পরে উপায় না পেয়ে ৬ লাখ টাকায় বিক্রি করে দিয়েছি।

আরও পড়ুন: দশ বছর পর নিজ গ্রামে ঈদ করলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

তিনি বলেন, গরু পালার কষ্টের কথা মানুষ ভাবে না। এ ছাড়াও গরুটি নিয়ে আমি ঝুঁকির মধ্যেও ছিলাম। এবার বিক্রি করতে না পারলে বাড়ি নিয়ে আরও এক বছর পালতে হবে। তাই বিক্রি করে দিয়েছি।

(ঢাকাটাইমস/৩০জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা