দশ বছর পর নিজ গ্রামে ঈদ করলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

দীর্ঘ দশ বছর পর নিজ গ্রামে ঈদ করেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে নিজ জন্মস্থান কিশোরগঞ্জের কামালপুরে ঈদ উদযাপন করেন তিনি।
বৃহস্পতিবার সকাল ৯টায় কামালপুর জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন আবদুল হামিদ।
ঈদের জামাতে তার সঙ্গে ছিলেন ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহমদ তৌফিক।
ঈদের নামাজ পড়ান ইমাম মওলানা আবু তাহের। নামাজ শেষে সাবেক এ রাষ্ট্রপতি মা-বাবাসহ আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। পরে আবদুল হামিদ ও তার ছেলে রেজওয়ান আহমদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: বগুড়ায় ঈদের নামাজ শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু
জানা গেছে, এবার ঈদে ২২টি পশু কুরবানি দিয়েছেন আবদুল হামিদ।
(ঢাকাটাইমস/৩০জুন/এসএম)

মন্তব্য করুন