বগুড়ায় ঈদের নামাজ শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোস্তফা কামাল (২৭) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মোকামতলা বাজারের গোল্ডেন চাইল্ড স্কুলের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমামমোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঈদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে খতিবের দায়িত্ব পালন করতেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মোকামতলা তেঁতুলতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজের দ্বিতীয় জামাতে ঈমামতি করেন মোস্তফা কামাল। সেখান থেকে পার্শ্ববর্তী গ্রাম দেওনাই সাহাপুরে কুরবানির পশু জবাইয়ের জন্য মোটরসাইকেলযোগে রওনা হন তিনি। পথিমধ্যে মোকামতলা বাজারের গোল্ডেন চাইল্ড স্কুলের সামনে মহাসড়কে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন মোস্তফা কামাল। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, ঘটনার পর পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।(ঢাকাটাইমস/২৯জুন/এআর)

মন্তব্য করুন