শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবি শ্রমিক দলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১২:৫৩ | প্রকাশিত : ০৬ জুলাই ২০২৩, ০০:২৪

গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় সামনে শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহীদকে হামলা করে হত্যার উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে শ্রমিক দল।

বুধবার শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এক বিবৃতিতে উল্লেখ করেন যে, গাজীপুরের টঙ্গীর সাতাইস এলাকার প্রিন্স জেকার্ড সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ২১ জুন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ সময়মতো বেতন বোনাস পরিশোধ না করায় শ্রমিকরা বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করে। শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতা শহিদুল ইসলাম ২৫ জুন মালিকপক্ষের সাথে আলোচনা করতে যান। আলোচনা শেষে শ্রমিক নেতা শহিদুল ইসলাম কারখানা থেকে বের হলে মালিকপক্ষের সন্ত্রাসীরা শহিদুল ইসলামের ওপর হামলা করে গুরুতর আহত করে। স্থানীয় শ্রমিকরা আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে তায়রুন্নেছা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্রমিক দল নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, ঈদের পূর্বে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের পক্ষ নেওয়ায় শ্রমিক নেতা শহিদুল ইসলামকে হত্যা এটাই প্রমাণ করে যে, শ্রমিকদের অধিকার বিষয়ে মালিক পক্ষ কতটা নিষ্ঠুর ও পৈশাচিক হতে পারে। শ্রমিক দল নেতৃবৃন্দ অবিলম্বে শহিদুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার ও শাস্তি দাবি করেন। সেই সাথে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের জন্য সরকার প্রশাসনকে পদক্ষেপ নিতে আহবান জানান।

(ঢাকাটাইমস/০৬জুলাই/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে: রিজভী

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

এই বিভাগের সব খবর

শিরোনাম :