ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স, নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৩, ১০:১৬| আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১২:০৩
অ- অ+

গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আরামবাগ এলাকায় দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ১৬ চাকার একটি ট্রাক মাটিকাটা ভেকু নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের আরামবাগ তাকওয়াা মসজিদের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও ট্রাক দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এরপর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজন নিহত হন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. জুয়েল সরকার বলেন, দুজন হাসপাতালে আনার আগে ও দুজন হাসপাতালে আনার পর মারা গেছেন। এছাড়া আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পুলিশের ওসি মো. জাবেদ মাসুদ বলেন, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এছাড়া আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুপারফুড কাঁঠাল ক্যানসারের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধেও কার্যকর
দেশে চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা