স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৩, ০৮:৫৩
অ- অ+

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মো. জাকির হোসেন।

দণ্ডপ্রাপ্ত গৌছ আলী জেলার দোয়ারাবাজার উপজেলার দিনাইরটুক গ্রামের আব্দুস ছত্তারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায়।

দীর্ঘদিন মামলাটি চলার পর বুধবার দুপুরে গৌছ আলীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।

মামলার অপর এক আসামি আব্দুল খালেকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।

আদালত সূত্র জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাছন ফাতেমাপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে দোয়ারাবাজার উপজেলার দিনাইরটুক গ্রামের আব্দুস ছত্তারের ছেলে গৌছ আলী লজিং থাকত। এর সুবাধে মোস্তফা মিয়ার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাত। এক পর্যায়ে গৌছ আলী মোস্তফা মিয়ার মেয়ে কলি বেগমকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয় এবং মেয়েকে গৌছ আলীর সঙ্গে বিয়ে দেন মোস্তফা।

বিয়ের পর গৌছ আলী তার বাড়িতে কলি বেগমকে নিয়ে যান। কিছুদিন সংসার করার পর কলি বেগমের কাছে যৌতুক দাবি করতে শুরু করেন গৌছ আলী। বাবার বাড়ি থেকে টাকা না আনায় নির্যাতন শুরু করেন। পরে কলি বেগম তার বাবা মোস্তফা মিয়ার কাছে বিষয়টি জানায় এবং তার বাবা বিভিন্ন সময়ে গৌছ আলীকে প্রায় পাঁচ লাখ টাকা দেন। কিন্তু এরপরও চাহিদা না মেটায় গৌছ আলী তার স্ত্রী কলি বেগমকে আবারও নির্যাতন শুরু করেন।

২০০৫ সালের ৫ জুন কলি বেগমকে যৌতুক আনার জন্য আবারও বাবার বাড়ি যেতে বলে গৌছ আলী। কলি বেগম বাবার বাড়ি না গিয়ে বাড়িতেই বসে থাকেন। তখন কলি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করে বাজারে চলে যায় গৌছ আলী। বাজারে যাওয়ার সময় বলে যায় বাড়িতে ফিরে যদি দেখি টাকা আনতে যাও নাই, তাহলে প্রাণে হত্যা করে ফেলব।

আরও পড়ুন: দিনাজপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ওই দিনই দুপুরে গৌছ আলী বাড়িতে এসে কলি বেগমকে আবারও মারধর করেন। এ সময় ঘটনাস্থলেই কলি বেগমের মৃত্যু হয়। প্রথমে গৌছ আলী বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরের দিন খবর পেয়ে গৌছ আলীর বাড়িতে এসে মেয়ের লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখেন বাবা মোস্তফা। পরে পুলিশকে খবর দেন। পরে মোস্তফা মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা