দিনাজপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-দশ মাইল মহাসড়কে সদর উপজেলার নতুন ভুষিরবন্দর বাজারের উত্তর পাশে আত্রাই নদী সেতুর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে সাকিবুল হাসান সজীব (২০) ও একই এলাকার ছেলে আনিছুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (১৯)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন ১০ মাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ও কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে সিদ্দিকুর রহমান জানান, নিহত মেজবাহুল ও সজীব মোটরসাইকেলযোগে পুরাতন ভুষিরবন্দর বাজার থেকে নতুন ভুষিরবন্দর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ব্রিজে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে দুই আরোহী ছিটকে পড়ে যায়। অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ‘সোনার সংসার হারিয়ে এখন স্রোতের শেওলার মতো ঘুরছি’
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান, মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৬জুলাই/এসএম)

মন্তব্য করুন