সোনা চোরাকারবারি আবু আহম্মেদের জামিন স্থগিত, গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৩, ১১:০৮| আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২:৫১
অ- অ+

২০৪ কোটি টাকা অর্থ পাচারের মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির সোনা চোরাকারবারি আবু আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার জামিন স্থগিত থাকবে বলেও আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ১১ এপ্রিল আবু আহম্মেদের জামিন স্থগিত করেছিলেন চেম্বার আদালত।

এপ্রিলের প্রথম সপ্তাহে ২০৪ কোটি টাকা অর্থ পাচারের মামলায় সোনা চোরাকারবারি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা আবু আহম্মেদকে জামিন দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গত ৮ জানুয়ারি আবু আহম্মেদের জামিন নামঞ্জুর করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। ওইদিন তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

২০২০ সালের ১৮ মার্চ ২০৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ব্যবসায়ী আবু আহম্মেদসহ ২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে সিআইডি।

(ঢাকাটাইমস/১০জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা