মানিকগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:৪৪ | প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১১:০৪

মানিকগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন রোমানা ইসলাম নামের এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে।

সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

প্রসূতির স্বামী শেখ মো. নয়ন বলেন, ২০২১ সালের ১৫ মে আমার সাথে শিবালয় উপজেলার হাপানিয়া গ্রামের রোমানা ইসলামের বিয়ে হয়। রবিবার রাত ৮টার দিকে আমার স্ত্রী রোমানার প্রসবব্যথা শুরু হয়। এরপর রাত ১০টার দিকে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৬টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে রোমানার চার সন্তানের জন্ম হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু সাঈদ মো. আসলাম বলেন, চার নবজাতকের মধ্যে দুই ছেলে নবজাতকের শ্বাসকষ্ট কিছুটা বেশি। ধীরে ধীরে তাদের শ্বাসকষ্ট কমছে। দুই মেয়ে নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলেও অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। তাদেরকে হাসপাতালের গাইনি বিভাগের শিশু ওয়ার্ডে পৃথক ওয়ার্মার যন্ত্রে রাখা হয়েছে। আর গাইনি ওয়ার্ডের শয্যায় প্রসূতি রোমানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকেরা বর্তমানে শঙ্কামুক্ত আছে।

একসঙ্গে চার নবজাতকের জন্মের সংবাদে দাদা শেখ সালাম, দাদি নাজমা বেগম, নানা বাবুল বিশ্বাস, নানি নাজমা খাতুন, ফুফু মুন্নী আক্তারসহ স্বজনেরা হাসপাতালে এসেছেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :