আফগানিস্তানকে ১২৬ রানে থামাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৭:৩৪ | প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১৭:৩২

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে সুবিধা করতে দিলেন না বাংলাদেশের ব্যাটাররা। সবকটি ‍একটি হারিয়ে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে আফগানরা। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান দলনেতা হাসমতউল্লাহ শহিদী। তবে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। শরিফুল-তাসকিনের বোলিং তোপে প্রথম দশ ওভারেই প্রথম চার ব্যাটারকে হারায় সফরকারীরা।

ইব্রাহিম জাদরান ১, রহমত শাহ শূন্য, রহমানুল্লাহ গুরবাজ ৬ ও মোহাম্দ নবি ১ রান করে আউট হয়েছেন। চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা চালান নাজিবুল্লাহ জাদরান ও দলনেতা হাসমতউল্লাহ শহিদী। কিন্তু সুবিধা করতে পারেননি তারা। সাকিব আল হাসানের বলে আউট হওয়ার আগে ১০ রান করেন জাদরান। শহিদী করেন ২২ রান।

উইকেট পতনের ধারা চলতে থাকলেও ক্রিজে হিতু হয়ে রান তুলতে থাকেন আফগান বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। সেই সুবাদেই একশ পেরিয়েছে আফগানিস্তান। ৫৬ রানে আউট হন ওমরজাই। এছাড়া আব্দুল রহমান ৪, জিয়াউর রহমান ৫ ও মুজিব উর রহমান ১১ রান করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। একটি করে উইকেটের দেখা পান সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

(ঢাকাটাইমস/১১জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :