কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে জাবির (২) ও আদিব (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- জাবির উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আর আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। বাবু ও ভুট্টু আপন ভাই।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু হোসেন বলেন, আমার দুই ভাতিজা সকাল সাড়ে ৯টার দিকে খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএ)

মন্তব্য করুন