ঠাকুরগাঁওয়ে এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৩, ১৮:২৫
অ- অ+

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কোরআন খতম দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দলটি নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীর সভাপতিত্বে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তমিজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেকুল হক টুলু, সহ- সাধারণ সম্পাদক মনতাজুর রহমান মন্তা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, যুগ্ম দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম শ্যামলসহ অন্যান্যরা।

পৌর শহরের হাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ মোহাম্মদ তছিকুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যানের দিকনির্দেশনায় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির অতীতেও যেমন শক্তিশালী ছিল এখনো আছে। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে বলেই আজ শক্ত অবস্থায় রয়েছে দলটি। কারণ, জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকে।

ঢাকাটাইমস/১৪জুলাই/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা 
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা