বগুড়ায় বৈদ্যুতিক তার জড়িয়ে ৬ মহিষসহ রাখালের মৃত্যু

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৩, ২১:০৭
অ- অ+

বগুড়ার সারিয়াকান্দিতে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে ৬ মহিষসহ সবুজ প্রামাণিক (৪০) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের রামনগর এলাকায় মহিষের বাথান চড়ানোর সময় এই ঘটনা ঘটে।

নিহত সবুজ প্রামাণিক উপজেলার হিন্দুকান্দি এলাকার মৃত ইফেজ আলী প্রামাণিকের ছেলে। তিনি মহিষের রাখাল হিসেবে কাজ করতেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী জানান, নিহত সবুজ রামনগর এলাকার একটি মাঠে মহিষের বাথান চড়াতে নিয়ে গি‌য়েছি‌লেন। দুপুরে মহিষের শিঙ বা গায়ের ধাক্কায় বাঁশের খুঁটিসহ টাঙানো সেচপাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। এতে ছয়টি মহিষ বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মহিষগুলোকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সবুজ প্রামানিকও ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।

তি‌নি আরও বলেন, সবুজের লাশ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এ বিষ‌য়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা