ব্যাটারিচালিত দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পা হারালেন নারী

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৪:১২ | প্রকাশিত : ১৫ জুলাই ২০২৩, ১৩:৪১

মাদারীপুরের শিবচরে ব্যাটারিচালিত দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাফিয়া (৫০) নামে এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার বেলা ১১টায় শিবচর পৌরসভার খানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গুরুতর আহত সাফিয়াকে জরুরিভাবে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

সাফিয়া বেগম উপজেলার উমেদপুর ইউনিয়নের পল্লী কুমেরপাড় গ্রামের আইয়ূব আলী মোল্লার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও শিবচর থানা পুলিশ জানায়, আহত ওই বৃদ্ধা তার মেয়েকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। শিবচর থেকে পাচ্চর বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে ভ্যানে শিবচর পৌরসভার খানকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নারী যাত্রী সাফিয়ার ডান পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক আহত ওই বৃদ্ধাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন: যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সোলায়মান সুজন বলেন, ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাফিয়া নামের এক বৃদ্ধার বিচ্ছিন্ন পাসহ আমাদের হাসপাতালে আসেন। এ সময় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রোগীকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছি।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :