যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ জন। শনিবার সকালে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন- চৌগাছার কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) ও বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফার (৬৫)। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
যশোরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, যশোরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন রোগী।
আরও পড়ুন: দুমাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে মধ্যনগর উপজেলা
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। তবে এ দুজন কেউই যশোরে থাকার সময় ডেঙ্গুতে আক্রান্ত হননি। তারা ঢাকায় থাকতেন, সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরে এসে চিকিৎসা নিয়েছেন।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এসএম)

মন্তব্য করুন