মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরের পানিতে পড়ে আরিফ মিয়া (৫) ও কারিমা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- আরিফ মিয়া মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের জহির মিয়ার ছেলে এবং কারিমা আক্তার একই গ্রামের নাজির মিয়ার মেয়ে। শিশু দুজন সম্পর্কে আপন ফুফু এবং ভাতিজা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও কারিমা সোমবার সকালে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজ করে। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরিফ ও কারিমা সকালে খেলতে বের হয়ে পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়েছে। সুরতহাল ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএ)

মন্তব্য করুন