চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের ধিনগর এলাকায় প্রায় কোটি টাকা ব্যয়ে ২.১৯ কিলোমিটার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে এলজিইডির বাস্তবায়নের জামতলা থেকে ধিনগর প্রায় ২.১৯ কিলোমিটার পাকা করণ রাস্তার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ঝিলিম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লৎফল হাসানসহ অনেকে।
উদ্বোধন শেষে কাচা রাস্তাটি পরিদর্শন করে স্থানীয়দের অন্যান্য সমস্যার খোঁজখবর নেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এলাকার সমস্যা সমাধানের আশ্বাসও দেন।
(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএ)

মন্তব্য করুন