চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার যোগদান

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা যোগদান করেছেন। সোমবার দুপুর দেড়টার দিকে তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নিকট থেকে তার নতুন কার্যালয়ের দায়িত্বভার বুঝে নেন।
এসময় বিদায়ী জেলা প্রশাসক নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে নবাগত জেলা প্রশাসক ও বিদায়ী জেলা প্রশাসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বেলা ১১টার দিকে তার নতুন কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
অপরদিকে রবিবার বিকালে নবাগত জেলা প্রশাসক চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌঁছান। এসময় স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়া, নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন প্রমুখ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান।
এদিকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান রবিবার সকাল থেকে রাত পর্যন্ত শেষ কর্মদিবস ব্যস্ততার মধ্যে পার করেছেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে পদায়িত হয়েছেন।
(ঢাকাটাইমস/২৪জুলাই/এসএ)

মন্তব্য করুন