ফোন করে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৩, ২২:০৯
অ- অ+

মাদারীপুর পৌর শহরে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে।

মঙ্গবার বিকাল সা‌ড়ে ৫টার দিকে পৌর শহরের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক। আহত সবুজ মৃধা (২৯) নতুন শহর এলাকার বাদশা মৃধার ছেলে।

হাসপাতাল ও ভূক্তভোগী পরিবার থেকে জানা যায়, মাদারীপুর পৌর শহরের নতুন শহর এলাকার বাড়িতে ঘুমিয়ে ছিল সবুজ মৃধা। হঠাৎ তার মুঠোফোনে ফোন আসলে সবুজ চলে আসে বাদামতলায়। তারপরে অতর্কিতভাবে কোপাতে থাকে দুর্বৃত্তরা। এতে তার পায়ের এবং হাতের রগ কেটে ফেলে তারা। তার ডাক চিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজনেরা। পরে লোকজনের উপস্থিতি দেখে পালিয়ে যায় পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন।

আহত সবুজের বাবা বাদশা মৃধা বলেন, 'যারা আমার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে কোপাইছে। আমি তাদের বিচার চাই। এভাবে একটা মানুষকে কোপাতে পারে না। তারা মানুষ নামের পশু।'

মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার শাওলীন আফরোজ বলেন, বিকালের দিকে সবুজ নামের এক রোগীর হাত এবং পা ও শরীরের বড় কোপের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায়। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাদামতলা এলাকায় সবুজ নামের এক ছেলেকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। বিষয়টি শুনেছি। এখনো ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা