নড়াইলে দুই নসিমন সংঘর্ষে গরু ব্যবসায়ীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৩, ১৫:১৪| আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৬:৪১
অ- অ+

নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় দুই নসিমন সংঘর্ষে সোহেল শেখ (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল খুলনার দিঘলিয়া থানা সদরের বাসিন্দা। এ দুর্ঘটনায় নসিমন চালক মাহমুদুল হাসান সামান্য আহত হয়েছেন।

চালক মাহমুদুল হাসান জানান, তার নসিমনে প্রতিবেশী গরু ব্যবসায়ী সোহেল শেখ খুলনার দিঘলিয়া থেকে গাভী নিয়ে নড়াইলের ধোপাখোলা এলাকায় আসছিলেন। পথিমধ্যে গোবরা বাজার এলাকায় আরেকটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল শেখ নিহত হন। তিনি সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর নসিমন এবং গাভী ঘটনাস্থলেই রয়েছে। অপর নসিমনের তেমন কোনো ক্ষতি হয়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা