২৯০ এমপির শপথের বৈধতা: রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি রবিবার পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৩, ১০:৫৬| আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:৪৯
অ- অ+

একাদশ জাতীয় সংসদের নির্বাচিত ২৯০ জন সদস্যের শপথের বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ-টু আপিলের শুনানি রবিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে শুনানি মুলতবি করেন।

ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনের আবেদনের প্রেক্ষিতে এ মুলতবি করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মুহম্মদ মোরশেদ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ৩ জানুয়ারি ২৯০ সংসদ সদস্য শপথ নেন।

আর ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সদস্যরা ওই বছরের ৯ জানুয়ারি শপথ নেন। একই বছরের ২৯ জানুয়ারি ওই সংসদের প্রথম অধিবেশন বসে।

সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ গণনা হবে প্রথম অধিবেশন থেকে পাঁচ বছর। সেই অনুযায়ী দশম সংসদের মেয়াদ পূর্ণ না হতেই একাদশ সংসদের সদস্যরা শপথ নিয়েছেন। এর প্রেক্ষিতে একাদশ সংসদের ২৯০ সদস্যের শপথের বৈধতা নিয়ে ২০১৯ সালের ১৪ জানুয়ারি হাইকোর্টে রিট করেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি শুনানি নিয়ে ওই রিট খারিজ করে দেন হাইকোর্ট।

এর পর ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে ইউপি চেয়ারম্যান আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা