বঙ্গোপসাগরে ২৯ জেলেসহ ২ ট্রলারডুবি, এখনো নিখোঁজ ১

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৩, ২০:০৮
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গত শুক্রবার (২৮ জুলাই) ২৯ জেলেসহ ২টি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় এখনো মেলেনি নিখোঁজ ১ জন জেলের সন্ধান।

উপকূল থেকে বঙ্গোপসাগরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৯ জন জেলেসহ দুইটি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সমুদ্রে ঝড় ও উত্তাল ঢেউয়ের প্রভাবে ২টি ট্রলারডুবি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এতে এফবি জোবায়ের ট্রলারের রবিউল নামে ১ জেলে নিখোঁজ রয়েছে। ট্রলারডুবির পর জেলেদের সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার। এ সময় ডুবে যাওয়া দুটি ট্রলারে থাকা ২৯ জন জেলের ২৮ জনকে উদ্ধার করা গেলে সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের তোরে রবিউল নামের ১ জন জেলে তৎক্ষণাৎ উদ্ধার করা যায়নি। তবে নিখোঁজের ১দিন অতিক্রম হলেও ওই জেলেসহ ডুবে যাওয়া ট্রলার ও জাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা ও মৌডুবী গ্রামে। মহিপুর গাজী ফিসের স্বত্ত্বাধিকারী মজনু গাজী বলেন, রাঙ্গাবালী উপজেলার মৌডুবি রশিদ মেম্বারের এফবি মুনিয়া ট্রলারটি আমার আড়ৎ থেকে সমুদ্রে মাছ ধরার উদ্দেশে ছেড়ে যায়। শুক্রবার দুপুরের পরে হঠাৎ ঢেউয়ের তাণ্ডবে পড়ে ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য মাছ ধরা ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করে মহিপুরে নিয়ে এসেছে, কিন্তু ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি।

এফ ভি জোবায়ের ট্রলারের মালিক ইলিয়াস মৃধা জানান, বৃহস্পতিবার রাতে মহিপুর বন্দর থেকে তার ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য ছেড়ে যায়। গতকাল সমুদ্রে গিয়ে জাল ফেলেন তারা। কিন্তু আকস্মিক ঝড় এবং উত্তাল ঢেউয়ের তোরে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া জানায়, মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির দুটি মাছ ধরা ট্রলার শুক্রবার সমুদ্রে ডুবে গেছে, এখনো ট্রলার দুটি উদ্ধার করা সম্ভব হয়নি, উদ্ধারের প্রক্রিয়া চলছে, তবে ট্রলারে থাকা ২৯ জেলের মধ্যে ২৮ জেলে এখন নিরাপদে ফিরে আসলেও ১ জন জেলে নিখোঁজ রয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা