মাদারীপুরে রাস্তা পার হ‌তে গি‌য়ে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৩, ০৮:৫৩| আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২:৪৫
অ- অ+

মাদারীপুরের মস্তফাপুরে উল্টো পথে আসা সোনালী পরিবহন নামের একটি বাসের ধাক্কায় ফাতেমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম সদর উপজেলার ঘটকচর এলাকার মোশাররফ হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপু‌রে মস্তফাপুর বাসস্ট্যান্ডের একটি লেন দিয়ে সড়ক পার হচ্ছিলেন ফাতেমা বেগম। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি বাস উল্টো পথে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মোশাররফ হাওলাদার অভিযোগ করে বলেন, চালকের কোনো দক্ষতা নাই। উল্টা সাইডে এসে আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। আমি এ ঘটনায় ওই চালকের বিচার চাই।

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. ফয়েজুর রহমান বলেন, ওই নারীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

আরও পড়ুন: রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা