বৃহস্পতিবার ডিএসইতে সূচকের পতনে লেনদেনও তলানিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ১৬:২৬
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও তলানিতে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৩ কোটি ৪২ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার।

দিনভর লেনদেন হওয়া ৩৩৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫২পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৯ পয়েন্টে।

বৃহস্পতিবার সিএসইতে ১৭০টি প্রতিষ্ঠানের ১৮কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩১টির দর বেড়েছে, কমেছে ৬৭টির এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা